ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

এবার প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

প্রকাশিত: ১১:৫৫, ২৯ অক্টোবর ২০২৩; আপডেট: ১২:১১, ২৯ অক্টোবর ২০২৩

এবার প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

প্রতীকী ছবি।

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় প্রজাপতি ও স্বাধীন পরিবহনের দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রবিবার(২৯ অক্টোবর) ভোর রাতে ও সকাল দশটার পর পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, টাউন হলে হঠাৎ করে ২০-৩০ জনের একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০ টা ২১ মিনিটে টাউন হল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


 

এসআর

×