ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রাহায়ণ ১৪৩০

সার্জেন্টের সঙ্গে ধস্তাধস্তি: মা-মেয়ের জামিন

প্রকাশিত: ২১:৩৬, ৩ অক্টোবর ২০২৩

সার্জেন্টের সঙ্গে ধস্তাধস্তি: মা-মেয়ের জামিন

আদালত প্রাঙ্গণ

রাজধানীর মোহাম্মদপুরে এক নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের অভিযোগের মামলায় দিলারা আক্তার (৫০) ও তার মেয়ে তাসফিয়া ইসলামকে (২২) জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জামিন মঞ্জুর করেন। 

পরিবারের অভিযোগ, পুলিশ মা-মেয়েকে মারধর করে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করেছে। এ ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার সংস্থা।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) এশারত আলী জানিয়েছেন, এই মা-মেয়ের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় দুজনের জামিন মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় একটি প্রাইভেট কার অবৈধভাবে পার্কিংয়ের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করেছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসিনা খাতুন। এর প্রতিবাদ করতে গিয়ে ওই সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান দিলারা আক্তার ও তার মেয়ে তাসফিয়া। একপর্যায়ে দুই পক্ষে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

এসআর