ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কমলাপুরে বাড়ছে যাত্রীর চাপ

প্রকাশিত: ১১:৫৪, ১৯ এপ্রিল ২০২৩

কমলাপুরে বাড়ছে যাত্রীর চাপ

ছবি: সংগৃহীত।

ট্রেনে ঈদযাত্রা প্রথম দুদিন যাত্রীদের ভিড় দেখা না গেলেও চাপ বেড়েছে বুধবার (১৯ এপ্রিল)। ভোর থেকেই যাত্রীর চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। একইসঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং।

এদিন স‌রেজ‌মি‌নে  দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সেহেরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন।

দিনাজপুর গামী যাত্রী সোহেল রানা জানান, যানজটের কারণে ট্রেন যেন মিস না হয়, তাই সেহরি খেয়েই ছেলে-মেয়ে নিয়ে স্টেশনে চলে এসেছি। ট্রেন ছাড়তে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে।

এমএম

×