ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গুলিস্তান বিস্ফোরণের ১৯ দিন পর আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৪৯, ২৬ মার্চ ২০২৩; আপডেট: ১৪:২৮, ২৬ মার্চ ২০২৩

গুলিস্তান বিস্ফোরণের  ১৯ দিন পর আরও একজনের মৃত্যু

ফাইল ছবি।

রাজধানীর গুলিস্তান বিস্ফোরণের ১৯ দিন পর এই ঘটনায় দগ্ধ মো. হাসান (৩২) মারা গেছেন।

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে গুলিস্তান বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, দগ্ধ মো. হাসান আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। বিস্ফোরণে তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল।

গত ৭ মার্চ বিকেল গুলিস্তানে ‘কুইন টাওয়ার’ নামে সাততলা একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর উদ্ধারকাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর বোম ডিসপোজার ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 

এমএম

×