ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাস ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো ব্যবসায়ী

মেডিকেল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ২১:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩

বাস ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো ব্যবসায়ী

ফাইল ফটো

ঢাকার কেরানীগঞ্জে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. জসিম উদ্দিন জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ তেঘরিয়া নতুন রাস্তা মোড়ে ফ্লাইওভার ব্রিজের উপরে একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রেলিংয়ের উপর দিয়ে ফ্লাইওভার ব্রিজের নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা।

নিহতের ভগ্নীপতি মো. ওমর ফারুক সোহাগ জানান, নারায়ণগঞ্জের পাগলা মধ্য রসুলপুর এলাকার ১ মেয়ে ও স্ত্রীসহ পরিবার নিয়ে থাকেন ইদুল। পাগলা বাজারে তার কসমেটিস ব্যবসা রয়েছে। মার্কেট বন্ধ থাকায় নতুন কেনা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। দুপুরে পথচারীদের মাধ্যমে তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি হাসাড়া হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×