ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ১৪:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৩

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ট্রেন

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শাহ আলম (২৬)।  

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাশাই গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে শাহ আলম।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকান্দার আলী জানান, মগবাজার পেয়ারাবাগ "স্বাধীন হোটেল এন্ড রেস্টুরেন্ট" এ বাবুর্চি হিসেবে কাজ করতো শাহ আলম। থাকতো সেখানেই। তবে সম্প্রতি হোটেলটি বন্ধ হয়ে যাওয়ায় শাহ আলম অন্যত্র কাজ জোগাড়ের চেষ্টা চালাচ্ছিল।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে কাজের সন্ধানে সে হোটেল থেকে বের হয়ে কারওয়ান বাজার এলাকায় যায়। সেখানে অসতর্কতভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া "লালমনি এক্সপ্রেস" ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আজ বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

টিএস

×