ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইভিএম প্রকল্প বাতিল আর্থিক কারণে নয়, অপ্রয়োজনীয় ব্যয়ে সতর্কতা

প্রকাশিত: ১২:২০, ২৪ জানুয়ারি ২০২৩; আপডেট: ১২:২৪, ২৪ জানুয়ারি ২০২৩

ইভিএম প্রকল্প বাতিল আর্থিক কারণে নয়, অপ্রয়োজনীয় ব্যয়ে সতর্কতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্থিক কারণে ইভিএম প্রকল্প বাতিল করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, আর্থিক কারণে ইভিএম কেনার প্রকল্প বাতিল করা হয়নি। এ সময়ে ইভিএম অগ্রাধিকার নয়। এর প্রয়োজন এখনই নয়, এমন খাতে ব্যয়ে সতর্কতা অবলম্বন করছে সরকার। এখন মূলত মানুষের খাদ্য, চিকিৎসা, কল্যাণকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে কাজ করছে বর্তমান সরকার। আর আপনারা দেশের মানুষের সেবক এ কথাটি মনে রাখতে হবে। জনগণের টাকায় সবকিছু করা হয়। তাই গুজব প্রতিরোধের পাশাপাশি পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে অর্থনীতির ক্ষেত্রে একটা বিপর্যয় চলছে। তাই অপ্রয়োজনীয় খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে।

এসময় নিজ নিজ জেলায় বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে ডিসিদের তদারকির কথাও বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের খাদ্য ও চিকিৎসা ঠিক রাখতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অগ্রযাত্রা ঠিক রাখতে হবে। কাজেই সব পরিস্থিতি উত্তরণ করেই আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে।

এমএম

×