ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িকতার পক্ষে বাংলাদেশ ॥ শিক্ষামন্ত্রী

নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে আলোচনার সময় এখন নয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ৩০ আগস্ট ২০২২

নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে আলোচনার সময় এখন নয়

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, এখন আধুনিক যুগ, রোবটিক যুগ, এখন নারীদের পোশাকের দৈর্ঘ্য নির্ধারণ করার সময় নয়যারা পোশাক নিয়ে তপর হয়েছেন, তারা মূলত সক্রিয় হয়েছেন দেশের মীমাংসিত বিষয় নিয়েসোমবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি

শিক্ষাঙ্গনে মৌলবাদী তপরতার সমালোচনা করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার পক্ষে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছেকপালে টিপ আছে কি না, এখন সেটা কোন প্রশ্ন হতে পারে না

তিনি বলেন, বর্তমানে রোবটিক যুগে টেকনোলজি নিয়ে আমাদের আলোচনার বিষয় হবে, মানুষের পক্ষে আর কি কি করা সম্ভব আলোচনা হবে সেসব নিয়েঅথচ, একটি শ্রেণী নারীদের কাপড়ের মাপ কত হবে, তার দৈর্ঘ্য-প্রস্থ কত থাকা উচিত, নারীদের কপালে টিপ পরা নিয়ে বিতর্ক তুলছেএসব নিয়ে নারীদের দফায় দফায় হয়রানি হতে হচ্ছেএকটি শ্রেণী নিজেদের সুবিধার্থে ধর্মের নামে নানা ধরনের নিয়ম তৈরি করছেঅথচ, তারা নিজেরাও ধর্মে যা বলা নাই তাই করছে

শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিনের বিষয়ে দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সঙ্কটের কারণে সরকারী অফিসের সময় পরিবর্তন করা হয়েছেএ সঙ্কট কেটে গেলে সেটি আবার পরিবর্তন করা হবেআগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করার কথা ছিলসেটি এখন থেকেই কার্যকর করা হয়েছে

হলিক্রসের শিক্ষার্থী নিহতের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও হাতে আসেনিযত দূর জেনেছি, পরীক্ষায় কিছু বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পরিবার ও সামাজিকভাবে এক ধরনের চাপ তৈরি হয় শিক্ষার্থীর ওপরএসব কারণে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুজন শিক্ষককে অভিজ্ঞ করা হবেতার লক্ষ্যে সারাদেশে দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছেশিক্ষার্থীদের মধ্যে কিভাবে এ প্রবণতা থেকে ফিরিয়ে আনা যায়, সকলকে সে বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি

এমপিওভুক্তির নতুন তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে জানিয়ে দীপু মনি বলেন, এমপিওভুক্তি নীতিমালা সংশোধন করে তালিকা থেকে বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের রিভিউ প্রক্রিয়া যুক্ত করা হয়েছেএখানে নতুন করে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করার সুযোগ নেইতবে যারা বাদ পড়েছে, তাদের মধ্য থেকে রিভিউ করা হয়েছেসে সব পুনরায় যাচাই-বাছাই শেষ হয়েছেএখানে নতুন কিছু প্রতিষ্ঠান যুক্ত হচ্ছেখুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হবেএরপর এমপিও সুবিধা প্রদানে শিক্ষক-কর্মচারীদের কাছে আবেদন গ্রহণ শুরু হবে

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর বেসরকারী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল-কলেজ) এমপিওভুক্ত করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৪ হাজার ৬২১টি প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরিতে দুই হাজার ৫৪৪ এবং মাদ্রাসায় এক হাজার ৩৫৯টিসহ মোট তিন হাজার ৯০৩টি আবেদন পাওয়া যায়দুই হাজার ৭১৬টি প্রতিষ্ঠানের নতুন করে এমপিও ঘোষণা করে সরকার

×