ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ থেকে স্কুলে, কাল থেকে কলেজে ছুটি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৭, ৩ জুলাই ২০২২

আজ থেকে স্কুলে, কাল থেকে কলেজে ছুটি

স্কুল, কলেজ ছুটি

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারী-বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ রবিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটিআর সরকারী-বেসরকারী কলেজে কোরবানি ঈদের ছুটি শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকেঅপরদিকে শনিবার থেকেই মাদ্রাসায় এ ছুটি শুরু হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় দেখা গেছে, সোমবার থেকে সরকারী-বেসরকারী মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবেমাধ্যমিক স্কুলগুলো ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকবে

সরকারী-বেসরকারী কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবেপরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে সরকারী-বেসরকারী কলেজে ক্লাস শুরু হবে

আর মাদ্রাসার ছুটি শেষ হবে ১৪ জুলাইপরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুন (শনিবার) থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হবে

এদিকে, গত ২৮ জুন থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছেগ্রীষ্মকালীন ছুটি এবং ঈদ-উল-আজহা ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উসব আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে

×