ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কৃষির উন্নয়নে গবেষকদের কাজ করার আহ্বান বশেফমুবিপ্রবি ভিসির

প্রকাশিত: ০০:০৬, ২৫ মে ২০২২

কৃষির উন্নয়নে গবেষকদের কাজ করার আহ্বান বশেফমুবিপ্রবি ভিসির

জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এ সময় তিনি দেশের মৎস্য ও কৃষির উন্নয়নে গবেষকদের কাজ করার আহ্বান জানান। ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, কৃষি দেশের সামগ্রিক অর্থনীতির মূল চালিকাশক্তি। সনাতন কৃষিপদ্ধতি থেকে ক্রমাগত এর উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় এখন কৃষিতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নানামুখী কৌশলে রোগবালাই দমন, কৃত্রিম উপায়ে শাকসবজি ও মাছ চাষ, ছাদকৃষি প্রভৃতির মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এই খাতে। আর এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে চলেছেন কৃষি ও মৎস্যবিজ্ঞানীরা। -বিজ্ঞপ্তি
×