ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতির মামলায় কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

প্রকাশিত: ২৩:০৩, ২৪ মে ২০২২

দুর্নীতির মামলায় কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে হাজির হন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পলাতক আসামি চুমকি। এদিকে, একইদিনে আলোচিত এ দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত প্রাঙ্গণে এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, স্ত্রীর নামে মাছ চাষের ব্যবসার যে হিসেব দেখানো হয়েছে, তার বাস্তবে কোন অস্তিত্ব নেই, যা দুদকের তদন্তে উঠে আসে। সাবেক ওসি প্রদীপ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন, যা স্ত্রী এবং শ^শুরের নামে হস্তান্তর করে অপরাধ করেছেন। সোমবার চুমকির জামিন আবেদনের শুনানির পরই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তাদের বিরুদ্ধে দুদকের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী। আগামী ২৯ মে আসামি পক্ষ থেকে মামলার বাদীকে জেরা করা হবে। আদালতে তখন আসামি সাবেক ওসি প্রদীপ দাশও উপস্থিত ছিলেন।
×