ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ধামরাইয়ে একেএইচ পোশাক শ্রমিদের টিকা প্রদান শুরু

প্রকাশিত: ১৯:১২, ২১ নভেম্বর ২০২১

ধামরাইয়ে একেএইচ পোশাক শ্রমিদের টিকা প্রদান শুরু

সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ ধামরাইয়ে একেএইচ ইকো এ্যাপারেলস লিঃ পোশাক শ্রমিকদের কোভিড-১৯ এর টিকা প্রদান শুরু হয়েছে। রবিবার (২১ নবেম্বর) দুপুরে ধামরাইয়ের একেএইচ ইকো এ্যাপারেলস লিঃ এই টিকা দান কার্যক্রম পরির্দশন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তিতাস,একেএইচ ইকো এ্যাপারেলস লিঃ ডিজিএম আরিফ চৌধুরী,এইচ আর এডমিন ইমাম আল মামুন প্রমুখ। ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান জানান, প্রথম দিন দুই হাজার ডোজ টিকা একেএইচ ইকো এ্যাপারেলস লিঃ পোশাক শ্রমিকদের দেয়া হবে। পর্যায়ক্রমে ধামরাই উপজেলা সহ ঢাকা জেলার সকল পোশাক কারখানার শ্রমিকদের এ টিকার আওতায় আনা হবে।
×