ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কারওয়ানবাজারে বাসচাপায় স্কুটিচালক নিহত

প্রকাশিত: ১৯:২৫, ২০ অক্টোবর ২০২১

কারওয়ানবাজারে বাসচাপায় স্কুটিচালক নিহত

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর কারওয়ানবাজারে বাসচাপায় একজন স্কুটিচালক নিহত হয়েছেন। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম সায়েদুর রহমান (৪৩)। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে কারওয়ানবাজার নিউ স্টার রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান জানান, নিহত ওই ব্যক্তি স্কুটি চালিয়ে কারওয়ানবাজার থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। নিউ স্টার রেস্তোরাঁর সামনে পেছন থেকে গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটের বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

আরো পড়ুন  

×