ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঢাবি ছাত্রদলের বিভক্তি : একই দাবিতে আলাদা কর্মসূচি

প্রকাশিত: ২০:০৬, ১ ডিসেম্বর ২০২০

ঢাবি ছাত্রদলের বিভক্তি : একই দাবিতে আলাদা কর্মসূচি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সাংগঠনিক কমিটির বৈধতা নিয়ে নেতাকর্মীদের বিরোধের ফলে একই দাবিতে আলাদা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষ। মঙ্গলবার রাজধানীর মোগলটুলী এলাকায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়’র নাম পরিবর্তন করার প্রতিবাদ এবং নাম পুনর্বহালের দাবিতে ঢাবি ক্যাম্পাসে আলাদা আলাদা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত বছরের ২৪ ডিসেম্বর রাকিবুল ইসলাম রাকিবকে আহবায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্যসচিব ঢাবি শাখা ছাত্রদলের ৯১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের একাংশ এই কমিটি ভেঙ দেওয়ার পক্ষে। আমানউল্লাহ আমান বলেন, আলাদা কর্মসূচি করাটা প্রত্যাশিত ছিল না। কারো যদি আমাদের ব্যাপারে কিছু বলার থাকে কিংবা কমিটির নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা পূরণ না হয়, তাহলে তো কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দিতে পারে। কমিটি ভেঙ্গে দেয়ার দাবিতে সংসদের সাথে কথা বলতে পারে। এই ইস্যুতে আলাদা কর্মসূচি করা দৃষ্টিকটু দেখায়। এভাবে বাজে দৃষ্ঠান্ত স্থাপন করে দাবি জানানোর কোনো যৌক্তিকতা নাই। ঢাবি শাখা ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের পক্ষে থাকা অংশের নেতৃত্বে আছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন। তিনি বলেন, এই কমিটি মেয়াদোত্তীর্ণ। তিন মাসের জন্য কমিটি হয়েছিল, কিন্তু ইতিমধ্যে ১১ মাস পার করেছে। সংগঠনের স্বার্থে আমরা সার্বিক সহযোগিতা করে এসেছি। কিন্তু এই ১১ মাসে রাকিব ও আমান সংগঠনের কোনো সাধারণ সভা করেননি, জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে গেছেন। তাদের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতায় কেন্দ্রীয় নেতারাও বিরক্ত। কমিটি ভেঙে দেয়ার পক্ষে থাকা ঢাবি শাখা ছাত্রদলের অংশটি মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিববাড়ী এলাকা থেকে মিছিল বের করে। পরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে। তাদের কর্মসূচি শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে মিছিল বের করে রাকিব-আমান নেতৃত্বাধীন মূল কমিটি। পরে রাজু ভাস্কর্যে তাদের সমাবেশ হয়। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এই সমাবেশ হয়। সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, সরকার অবৈধ ও অগণতান্ত্রিক উপায়ে রাজধানীর মোগলটুলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। আমরা এই ধরনের কর্মকান্ডের নিন্দা জানাই। অন্যদিকে কমিটি ভেঙ্গে দেয়ার দাবি করা অংশের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আকতার হোসেন বলেন, আমরা অনতিবিলম্বে ওই শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবি জানাই। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম আবু জাফর, হাসানুর রহমান, সদস্য আনিসুর রহমান খন্দকারসহ ৪০ জন নেতা-কর্মী অংশ নেন বলে দাবি করেছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন।
×