
সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ৩১ অক্টোবর ॥ শনিবার দুপুরে বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যানটি। এর মাধ্যমে পদ্মা সেতুর ৫.২৫০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। চলতি মাসের ১১ অক্টোবর ৩২তম স্প্যান, ১৯ অক্টোবর ৩৩তম স্প্যান, ২৫ অক্টোবর ৩৪তম স্প্যান বসানোর পাঁচদিন পর শনিবার ৩৫তম স্প্যান বসানো হয়েছে। ৩৫তম স্প্যান বসানোর পর বাকি রয়েছে আর মাত্র ছয়টি স্প্যান বসানোর কাজ।
শনিবার সকাল ৯টা ২০ মিনিটে রওনা করে লৌহজংয়ের মাওয়া প্রান্ত থেকে এক কিলোমিটার দূরত্বে ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বেলা পৌনে তিনটায় ৩৫তম স্প্যান (স্প্যান ২-বি) বসাতে সক্ষম হন প্রকৌশলীরা। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সেতুর প্রকৌশলীরা শুক্রবার দিনভর চেষ্টা চালিয়েও নদীতে নাব্য সঙ্কটের কারণে ৩৫তম স্প্যানটি বসাতে সক্ষম হননি। পরে শনিবার সকালে লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কনস্ট্র্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে সেতুর উদ্দেশে রওনা দেয় পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই। প্রায় দেড় ঘণ্টা পর কাক্সিক্ষত পিয়ারের (৮ ও ৯ নম্বর পিলার) কাছে পৌঁছে তিন হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি। এরপর ক্রেন নোঙর করে পিয়ারে স্প্যান উঠানোর কার্যক্রম শুরু হয়। ৩৫তম স্প্যানটি বেলা পৌনে তিনটার দিকে পিলারের ওপর স্থাপন করা হয়। আর এর মাধ্যমেই চলতি মাসে চারটি স্প্যান বসানো হলো।