ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ধসে পড়েছে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর

প্রকাশিত: ০৯:৪১, ২৬ আগস্ট ২০১৯

 ধসে পড়েছে সৈয়দপুর  বিমানবন্দরের   নিরাপত্তা প্রাচীর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর বিমানবন্দরের পশ্চিমপাড়া এলাকায় প্রায় ৫০ ফুটের মতো নিরাপত্তার সীমানা প্রাচীর হঠাৎ করেই ধসে পড়েছে। রবিবার ভোরে এ ঘটনায় বিানবন্দরের ওই এলাকাটি অরক্ষিত হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, সৈয়দপুর বিমানবন্দরটির রানওয়ে সুরক্ষার জন্য পুরো বিমানবন্দর এলাকাটি সীমানা প্রাচার নির্মাণ করা হয়েছিল। রবিবার ভোরের দিকে বিকট শব্দে সীমানা প্রাচীরের ৫০ ফিট ধসে পড়ে। পাশাপাশি প্রায় ২০০ ফিট প্রাচীর হেলে পড়েছে। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত এটি মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা দেয়া হবে। আপাতত কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে এলাকাটি। তিনি আরও বলেন, কি কারণে প্রাচীরটি ধসে পড়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×