ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ পেলেন বাকৃবি শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:৪১, ৩০ অক্টোবর ২০১৮

জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ পেলেন বাকৃবি শিক্ষার্থী

বাকৃবি সংবাদদাতা ॥ দেশের তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ স্বীকৃতি ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ লাভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মানস কান্তি সাহা প্রতিষ্ঠিত সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট। রবিবার শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের পিএইচডি গবেষক মানস কান্তি সাহা বেশ কয়েক বছর ধরে তার প্রতিষ্ঠিত সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল ফর ডিজএ্যাবিলিটিজ, ভার্চুয়াল অটিজম, অটিজম জেনেটিক্স, বিশেষ শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং আরবান এগ্রিকালচার নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন।
×