ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাহতাব উদ্দিন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

প্রকাশিত: ০৬:০৭, ২৬ ডিসেম্বর ২০১৭

মাহতাব উদ্দিন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ষীয়ান রাজনীতিক আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। গত রবিবার চট্টগ্রাম সফরে এসে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী দীর্ঘসময় ধরে নগর আওয়ামী লীগের সভাপতির পদে আসীন ছিলেন। গত ১৫ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে নগর আওয়ামী লীগের সভাপতির পদটি শূন্য থাকার ৯ দিনের মাথায় দলীয় সভানেত্রী মাহতাব উদ্দিন চৌধুরী এ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাবেন বলে সিদ্ধান্ত দিয়ে গেছেন। আগামী কাউন্সিল অধিবেশন বা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। প্রসঙ্গত, মাহতাব উদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের শীর্ষ স্থানীয় সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জহুর আহমদ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রী সভায় জহুর আহমদ চৌধুরী শ্রমসহ ৫ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে গেছেন। জহুর আহমদ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাইফুদ্দিন খালেদ চৌধুরী মুক্তিযুদ্ধকালে শহীদ হন। ২০১৩ সালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যে কমিটি ঘোষিত হয়েছে সে কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সভাপতির অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সহ-সভাপতিই সভাপতির দায়িত্ব পালন করেন। সে আলোকে দলের সভানেত্রী মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি সকলকে মিলেমিশে দলের জন্য কাজ করতে ভূমিকা রাখার কথাও বলে গেছেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!