ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় লুণ্ঠিত স্বর্ণসহ ৫ ডাকাত গ্রেফতার

ছয় দোকানে ডাকাতি

প্রকাশিত: ০৫:২০, ৩০ এপ্রিল ২০১৭

ছয় দোকানে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ এপ্রিল ॥ মেঘনায় ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আংশিক স্বর্ণালঙ্কারসহ পাঁচ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। জানা যায়, সংঘবদ্ধ ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল গত ১২ মার্চ গভীর রাতে ইঞ্জিনচালিত একটি স্পিডবোটযোগে জেলার মেঘনা থানার রামপুর বাজারে প্রবেশ করে ওই বাজারের নৈশপ্রহরী ও অন্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা বাজারের মামা-ভাগিনা স্বর্ণ শিল্পালয়, রাজলক্ষ্মী স্বর্ণ শিল্পালয়, অন্তু স্বর্ণ শিল্পালয়, স্বপ্না স্বর্ণ শিল্পালয়, রেখা স্বর্ণ শিল্পালয় ও পাপড়ী অলংকার নিকেতনসহ ছয়টি দোকানের শাটারের তালা ভেঙ্গে এসব দোকান থেকে বিভিন্ন স্বর্ণ-রৌপ্যের অলংকার ও নগদ টাকাসহ প্রায় ২২ লাখ ৫১ হাজার টাকার মালামাল লুট করে। দাউদকান্দি, তিতাস ও মেঘনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িতদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোÑ জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের বিদু দাস, মেঘনা উপজেলার সোনারচর গ্রামের ভুজি ওরফে প্রদীপ, একই গ্রামের সুমন চন্দ্র দাস, চন্দন দাস ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের বাবুল ওরফে সেলিম। এ সময় পুলিশ গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে আংটি, ব্রেসলেট, চেনসহ লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করে।
×