ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বদরুলের শাস্তি দাবি

বাড়ি ফিরেছেন খাদিজা ॥ কাল আদালতে সাক্ষ্য

প্রকাশিত: ০৫:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

 বাড়ি ফিরেছেন খাদিজা ॥ কাল আদালতে সাক্ষ্য

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শুক্রবার দুপুরে বিমানযোগে ঢাকা থেকে সিলেট পৌঁছে তার উপর হামলাকারী বদরুলের শাস্তি দাবি করলেন খাদিজা। বিমানবন্দরে নেমেই খাদিজা সাংবাদিকদের বলেন, আমি চাই বদরুলের বিচার দ্রুত শেষ হোক। তার শাস্তি হোক। ঢাকার সাভারে সিআরপিতে প্রায় তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন খাদিজা। ছাত্রলীগ নেতা বখাটে বদরুলের হামলায় মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে বেঁচে যাওয়া খাদিজা শুক্রবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে তার ভাইয়ের সঙ্গে সিলেট আসেন। বিমানবন্দর থেকে বেলা ২টায় সদর উপজেলার আউসা গ্রামে বাড়িতে গিয়ে পৌঁছলে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খাদিজা বলেন, আমি এখন বেশ ভাল আছি, দেশবাসী আমার জন্য দোয়া করেছেন। সবার দোয়ায় ভাল আছি, সুস্থ হয়ে বাড়ি ফিরছি, খুব ভাল লাগছে। এ সময় তিনি সবাইকে অতীতের মতো ভবিষ্যতেও পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। খাদিজার ভাই শাহীন বলেন, খাদিজা ফিরে আসায় পরিবারের সদস্যরা খুশি। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টার কারণেই সুস্থ হয়ে ফিরেছে খাদিজা। খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, রবিবার আদালতে বদরুলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন খাদিজা। বদরুলের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনিও। এদিকে নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, পৌনে তিন মাস সাভারস্থ ‘পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র’ (সিআরপি)’তে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চলে গেলেন ছাত্রলীগ নেতা বখাটে বদরুলের হামলায় গুরুতর আহত সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। শুক্রবার সকাল নয়টার দিকে খাদিজাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন খাদিজার চিকিৎসক সিআরপির হেড অব মেডিক্যাল সার্ভিস এ্যান্ড কনসালটেন্ট এবং নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাঃ সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির উর্ধতন কর্মকর্তারা। পরে খাদিজাসহ তার পরিবারের সদস্যরা একটি এ্যাম্বুলেন্সে করে সিআরপি থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। খাদিজার চিকিৎসক ডাঃ সাঈদ উদ্দিন হেলাল জানান, সিআরপির চিকিৎসা সেবা নিয়ে খাদিজা এখন পুরোপুরি সুস্থ।
×