ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জাতীয় সংগীত নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই: দেলাওয়ার হোসেন

প্রকাশিত: ১৭:১৮, ১৩ মে ২০২৫

জাতীয় সংগীত নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই: দেলাওয়ার হোসেন

ছ‌বি: সংগৃহীত

জাতীয় সংগীত এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলন নিয়ে সম্প্রতি সময় টিভির একটি টকশোতে মুখ খুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে হয়নি। এটি ছিল ছাত্রজনতার একটি সার্বজনীন আন্দোলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ দায়বদ্ধতা থেকে অংশ নিয়েছেন। কেউ যদি সেখানে কোনো স্লোগান দিয়ে থাকে, তার দায় কোনো রাজনৈতিক দলের ওপর বর্তায় না।”

জাতীয় সংগীত প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, “অনেক ইসলামী দল সেই আন্দোলনে অংশগ্রহণ করলেও সেখানে কারা জাতীয় সংগীত গাওয়ার বিরোধিতা করেছে, তা আমার জানা নেই। যদি কেউ প্রমাণ করতে পারেন যে কেউ বাধা দিয়েছে, তাহলে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দলের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই—জাতীয় সংগীত নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বিদ্যমান জাতীয় সংগীতকে গ্রহণ করি এবং সম্মানের সঙ্গে তা মেনে চলি। সুতরাং, জাতীয় সংগীত নিয়ে আমাদের অবস্থান নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=c0kwYuDoZls

এএইচএ

আরো পড়ুন  

×