ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

প্রকাশিত: ০৮:০৮, ১২ ডিসেম্বর ২০১৬

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বিএসসিপি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বিএসসিপির ঢাবি শাখার আহ্বায়ক মোঃ লোকমান হায়দার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএসসিপির সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএসসিপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, উন্নত বিশ্ব তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোন সীমারেখা নির্দিষ্ট করে রাখেনি। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে সরকারী চাকরিতে প্রবেশের বয়স ৪০, শ্রীলঙ্কায় ৪৫, ইন্দোনেশিয়ায় ৩৫, ইতালি ৩৫, ফ্রান্সে ৪০ এবং ফিলিপাইন, তুরস্ক ও সুইডেনে সর্বনি¤œ ১৮ ও ১৬ এবং সর্বোচ্চ অবসরের আগেরদিন পর্যন্ত সরকারী চাকরিতে প্রবেশ করতে পারবে জনগণ। সেখানে বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষেত্রে ৩০-এ বেঁধে রাখা হয়েছে। ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি মানতে হবে এবং এর ধারাবাহিকতায় আগামী ৭ জানুয়ারি ২০১৭ ঢাবির অপরাজেয় বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেয় সংগঠনটি।
×