ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আনসারুল্লাহর ১০ সদস্য গোয়েন্দা নজরদারিতে

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আনসারুল্লাহর ১০ সদস্য গোয়েন্দা নজরদারিতে

গাফফার খান চৌধুরী ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ১০ সদস্য গোয়েন্দা জালে। এদের মধ্যে তিনজন যে কোন সময় গ্রেফতার হতে পারে। তাদের গ্রেফতার করা সম্ভব হলে বহুল আলোচিত অভিজিত রায়, প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা ছাড়াও শুদ্ধস্বর প্রকাশনীতে হামলা করে এক প্রকাশক ও দুই লেখককে হত্যাচেষ্টা রহস্যের কিনারা হতে পারে। রাজধানীর বাড্ডার সাঁতারকূল থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের রিমান্ডে দেয়া তথ্য অনুযায়ী ওই দশজন শনাক্ত হয়েছে। আর রিমান্ডে দুই জঙ্গী চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্রে আরও জানা গেছে, নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার, প্রকাশক ও লেখক হত্যার পরিকল্পনা থেকে সরেনি। এমন পরিকল্পনা থেকে দ্রুত সরবে না বলেও সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ব্লগার হত্যার পরিকল্পনা রয়েছে জঙ্গী সংগঠনটির। এসএম নিলয় নামে আরও এক ব্লগারকে হত্যার পরিকল্পনা করেছিল কাটআউট পদ্ধতিতে গঠিত জঙ্গী সংগঠনটির পাঁচ সদস্যের একটি সেল। কিন্তু ওই ব্লগার বিষয়টি অনুমান করতে পেরে গত ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে চলে যান।
×