ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ৬

প্রকাশিত: ১৩:২৯, ১৫ আগস্ট ২০২২; আপডেট: ১৬:৫২, ১৫ আগস্ট ২০২২

চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ৬

অগ্নিকাণ্ড

রাজধানীর চকবাজার এলাকায় পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুর দুইটা ২০‌মি‌নি‌টে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৩ জনকে ঢাকায় নেয়া হয়েছে
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোলরুম থে‌কে জানা‌নো হয়, সোমবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকান্ড ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ৬ ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে। প‌রে আ‌রও ৪‌টি ইউ‌নিট পাঠা‌নো হয়।

প্রাথ‌মিকভা‌বে অগ্নিকাণ্ডে কারণ জানা যায়‌নি। এ ঘটনায় এখ‌ন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, চারতলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত পাকা ভবন আর চতুর্থ তলায় টিনশেড ঘর নির্মাণ করা আছে। এই টিনশেড ঘরটি মূলত প্লাস্টিকের খেলনা উৎপাদন ও মজুদের গোডাউন। এখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

এসআর

×