
হাওর। ছবি: জনকণ্ঠ
অতি বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সাবমারসিবল সড়কটি পানির নিচে থাকায় সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুরের যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী এলাকার গ্রামীণ সড়ক ও কালভার্ট উপচে হাওর ও নদীতে পানি বেড়ে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে বর্ষার এ সময়টাতে পর্যটন এলাকা তাহিপুরের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী (শহীদ সিরাজ) লেক, লাকমাছড়া, বারেকটিলা স্পটগুলো নৌকা করে ঘুরে বেড়ান পর্যটকেরা। বৈরী আবহাওয়া ও বন্যার শঙ্কা থাকায় এ সময়ে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ অন্যান্য স্পটে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।
ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হচ্ছে এবং এখানে দুয়েক দিন বৃষ্টি না হলে নিম্নাঞ্চল থেকে পানি কমে যাবে। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের, এমনটি জানিয়েছেন তাহিরপুর উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জনকণ্ঠকে বলেন, বৈরী আবহাওয়া ও বন্যার শঙ্কা থাকায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ অন্যান্য পর্যটন স্পটে এখন না আসতে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
এসআর