ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ওমর ফারুক, জীবননগর (চুয়াডাঙ্গা)

প্রকাশিত: ১৩:৫৮, ১১ মে ২০২৫

ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর ইম্রিগেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গোলাম মোর্তুজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা।

পুলিশ সূত্রে জানা গেছে, মোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইম্রিগেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এসময় সন্দেহ হলে তাঁকে আটক করে জয়নগর ইম্রিগেশন পুলিশ। পরে তাঁকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থানায় নেওয়া হয়। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সজিব

×