ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, যা বলছে আবহাওয়া অফিস

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৩:৫৮, ১১ মে ২০২৫

কুড়িগ্রামে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, যা বলছে আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

প্রখর রোদ ও তীব্র গরমে কুড়িগ্রামে জনজীবন আবারো অতিষ্ঠ হয়ে উঠেছে। 

গত দু-দিন ধরে বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতার পাশাপাশি দাবদাহে হাঁপিয়ে উঠেছে এখানকার জনজীবন।সাথে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং যাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।

রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘গত ২৪ঘন্টায় জেলার তাপমাত্রা ৩৮ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা ২৪ঘন্টায় আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপাতত জেলায় বৃষ্টিপাত না হওয়ায় এরূপ গরমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে  প্রচণ্ড গরমে রাস্তাঘাট, খেলার মাঠ ফাঁকা ও সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। অনেকেই গরম থেকে রেহাই পেতে গাছের শীতল ছায়ায় জিরিয়ে নিচ্ছেন।

এছাড়াও জেলার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে আবারো গত কয়েকদিন ধরে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ নানা গরমজনিত রোগে ভর্তি হচ্ছে রোগী যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। চিকিৎসকরা ডাবের পানি ও ঘন ঘন স্যালাইন কিংবা লেবুর শরবত পান করতে নির্দেশনাসহ প্রয়োজনের বাইরে এ চরা রোদে বের না হওয়ার পরামর্শ প্রদান করছেন।

মিরাজ খান

×