
গ্রীষ্মকাল মানেই তীব্র রোদ, প্রচণ্ড গরম আর ঘামঝরা দিন। এ সময় পোশাক বাছাই করা শুধু ফ্যাশনের ব্যাপার নয়, বরং স্বস্তি ও স্বাস্থ্যেরও বিষয়। তাই গ্রীষ্মকালে ছেলেমেয়েদের এমন পোশাক বেছে নেওয়া উচিত যা হালকা, স্বস্তিদায়ক এবং ফ্যাশনেবল। এ সময়টায় এমন পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ, যা শরীরে বাতাস চলাচল বজায় রাখে, ঘাম শোষণ করে ও স্টাইলেও পিছিয়ে থাকে না। এদিক থেকে হাফশার্ট ও ত্রিকোয়ার্টার প্যান্ট এখনকার তরুণ-তরুণীদের মধ্যে একটি জনপ্রিয় ও কার্যকর ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছে।
স্বস্তির অপর নাম হাফশার্ট ও ত্রিকোয়ার্টার প্যান্ট
গরমের দিনে ছেলেদের পোশাকে হাফশার্ট যেন স্বস্তির অপর নাম। হালকা কটন বা লিনেন ফ্যাব্রিকের হাফশার্ট একদিকে যেমন আরামদায়ক, তেমনি স্মার্ট লুকও দেয়। সাদা, হালকা নীল, মিন্ট বা প্যাস্টেল রঙের হাফশার্ট অফিস, ক্লাস বা বন্ধুদের আড্ডা সব জায়গাতেই মানিয়ে যায়।
এর সঙ্গে যদি আপনি ত্রিকোয়ার্টার প্যান্ট পরেন, তাহলে সেটি হয়ে ওঠে একেবারে পারফেক্ট সামার লুক। হাঁটুর একটু নিচ পর্যন্ত লম্বা এই প্যান্টটি গ্রীষ্মের জন্য আদর্শ। এটি শর্টসের চেয়ে বেশি কভারেজ দেয়, আবার ফুলপ্যান্টের তুলনায় অনেক বেশি আরামদায়ক। বিশেষ করে যারা বাইক চালান, ঘোরাঘুরি করেন বা ক্যাজুয়াল-স্মার্ট লুক বজায় রাখতে চান, তাদের জন্য এই কম্বিনেশনটি খুবই উপযোগী। ক্লাসিক সাদা কটন টি-শার্ট বা হালকা প্রিন্টের শার্ট গ্রীষ্মে একেবারেই উপযোগী। অফিস হোক বা বন্ধুবান্ধবদের সঙ্গে ক্যাজুয়াল আড্ডাসহ সব জায়গায় মানিয়ে যায়।
পলো শার্ট ছেলেদের ফ্যাশনে চিরকালীন জনপ্রিয়। গ্রীষ্মে হালকা রঙের কটনের পলো শার্টের জুড়ি নেই।
গ্রীষ্মে ডেনিম বা মোটা কাপড়ের প্যান্ট এড়িয়ে গিয়ে লিনেন বা পাতলা কটনের ট্রাউজার বা পাজামা পরা ভালো। এগুলোর সঙ্গে চাইনিজ কলার বা স্ট্যান্ড কলার কুর্তা সহজে মানিয়ে যায় এবং ট্রেন্ডি ভাব আনে।
মেয়েদের জন্য ফ্যাশন ও স্টাইল
গ্রীষ্মে মেয়েদের পোশাকে হালকা রং, ঢিলেঢালা কাট ও আরামদায়ক ফেব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সবচেয়ে জনপ্রিয় কাপড় হচ্ছে কটন, লিনেন ও মলমল। এগুলো ঘাম শোষণ করে এবং শরীরে ঠান্ডাভাব ধরে রাখে।
কটনের হালকা রঙের কুর্তি ও পালাজো এখন খুব ট্রেন্ডিং। বিশেষ করে প্রিন্টেড কুর্তির সঙ্গে সাদা বা পেস্টেল রঙের পালাজো দিন ও রাত দুসময়ই পরার জন্য উপযোগী।
গ্রীষ্মের জন্য ম্যাক্সি ড্রেস এক দারুণ সমাধান। ঢিলেঢালা গঠন এবং কটন বা রেয়নের মতো হালকা কাপড়ে তৈরি ম্যাক্সি ও মিডি ড্রেস রোদে ঘোরাঘুরি কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার সময়েও দারুণ আরামদায়ক।
এই ক্লাসিক পোশাক এখন নানা কাট ও ডিজাইনে পাওয়া যাচ্ছে। হালকা ও উজ্জ্বল রঙের কটনের সালোয়ার কামিজ গ্রীষ্মে সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক পোশাকগুলোর একটি। যারা হিজাব পরেন, তাদের জন্য হালকা রঙের সফট কটনের হিজাব শ্রেষ্ঠ। এটি মাথাকে রোদ থেকে রক্ষা করে এবং স্টাইলিশও লাগে।
গ্রীষ্মকালীন ফ্যাশন টিপস
* ছেলেরা হাফশার্টের নিচে হালকা স্লিমফিট ত্রিকোয়ার্টার পরতে পারে। পায়ের সঙ্গে মিলিয়ে ক্যানভাস বা লোফার পরলে লুক সম্পূর্ণ হবে।
* মেয়েরা হাফশার্ট ইন করে বেল্ট পরলে দেখতে আরও স্মার্ট লাগে। সঙ্গে হালকা স্নিকার্স বা স্যান্ডেল মানিয়ে যাবে।
* উজ্জ্বল রং বা বড় প্রিন্ট এড়িয়ে হালকা রং ও মিনিমাল ডিজাইনে মনোযোগ দিন।
* ক্যাজুয়াল হ্যাট ও সানগ্লাস গরমের দিনে ফ্যাশন আর প্রোটেকশনের চমৎকার সংযোজন।
গ্রীষ্মকাল মানেই যে ফ্যাশনকে বিসর্জন দিতে হবে, তা নয়। বরং সঠিক বাছাই ও স্টাইলিংয়ের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন আরামদায়ক ফ্যাশনের একজন আইকন। হাফশার্ট ও ত্রিকোয়ার্টার প্যান্ট এই গরমে হতে পারে আপনার নতুন ফ্যাশন স্টেটমেন্টে সহজ, স্বস্তিদায়ক ও ট্রেন্ডি। গ্রীষ্মকালে ফ্যাশন মানেই তাপপ্রবাহের সঙ্গে মানিয়ে নেওয়া এক ধরনের বুদ্ধিমত্তার প্রকাশ। ছেলেমেয়েরা সঠিক পোশাক বেছে নিয়ে হতে পারে স্টাইলিশ এবং আত্মবিশ্বাসে ভরপুর। তাই এই গ্রীষ্মে হালকা পোশাকে থাকুন সতেজ, ফ্যাশনে থাকুন এগিয়ে।
প্যানেল