
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন যে, পাকিস্তান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। ৬ ও ৭ মে, পাকিস্তানেই নিজেদের উপর হামলা চালানো হয়েছিল, এবং তারাই পরে মধ্যস্থতার জন্য অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে, উপযুক্ত জবাব দেওয়ার পরেই কেবল যোগাযোগ করা হবে। ১০ মে, ভারতের হামলার প্রতিশোধ নেয়ার পর দিল্লির অনুরোধ মেনে নেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কোনো সুযোগ নেই, কারণ এতে ১৬০ কোটি মানুষের জীবন বিপন্ন হবে। তিনি জানান, পাকিস্তান খুব পেশাদারিত্বের সাথে সংঘাত মোকাবিলা করেছে এবং এ ব্যাপারে সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলেছে। তিনি আরও বলেন, "আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।"
তিনি নিশ্চিত করেন যে পাকিস্তানি সেনাবাহিনী এলওসি (লাইন অফ কন্ট্রোল) বরাবর যুদ্ধবিরতি মেনে চলছে এবং দেশটির সেনারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
তথ্যসূত্রঃ https://fb.watch/zxfEYDXGkj/
মারিয়া