ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সৌদি-রাশিয়া তেল উত্তোলন কম করবে

প্রকাশিত: ১২:২৭, ৭ নভেম্বর ২০২৩

সৌদি-রাশিয়া তেল উত্তোলন কম করবে

ছবি: সংগৃহীত।

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া তেল কম উত্তোলন করবে। বিশ্ববাজারে তেলের দাম বেশি রাখতে গত রবিবার তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি। পরে রাশিয়াও তার সঙ্গে যোগ দিয়েছে। 

বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহ এবং তাদের মিত্রদের সংগঠন ওপেক প্লাসের এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী, গত জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করছে সৌদি আরব। সে কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের উপর থাকছে। 

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যকে ‘বড় যুদ্ধের’ দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমা: রাশিয়া

এ বছর সেপ্টেম্বরে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি সবচেয়ে বেশি ছিল, ৯৮ ডলার। আর গত শুক্রবার ছিল ৮৫ ডলার। ওপেক প্লাসের জুনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালেও তেল উত্তোলন কমানো হবে। 
 
খবর রয়টার্সের। 
 

টিএস

আরো পড়ুন  

×