ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাফালের বাজার বাঁচাতে ফ্রান্সের মরিয়া দাবি! অপারেশন সিঁদুরে ভারতের নীরবতায় জল্পনা তুঙ্গে

প্রকাশিত: ১২:১৬, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১২:১৬, ৭ জুলাই ২০২৫

রাফালের বাজার বাঁচাতে ফ্রান্সের মরিয়া দাবি! অপারেশন সিঁদুরে ভারতের নীরবতায় জল্পনা তুঙ্গে

ছবি: সংগৃহীত

ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের বিরুদ্ধে রাফাল যুদ্ধবিমানের ভূমিকা নিয়ে শুরু হয় বিতর্ক। আর ঠিক তখনই, চীন গোপনে রাফালের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বড়সড় অপপ্রচারে নামে—এমনটাই দাবি করেছে ফরাসি গোয়েন্দা সংস্থা।

ফরাসি গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, চীন তাদের বিভিন্ন দেশের দূতাবাস, বিশেষ করে ডিফেন্স অ্যাটাশেদের মাধ্যমে রাফালের পারফরম্যান্স নিয়ে সন্দেহ ছড়ায়। উদ্দেশ্য ছিল, অন্য দেশগুলো যেন ফ্রান্সের কাছ থেকে রাফাল না কেনে।

রাফাল বিক্রি ফ্রান্সের জন্য শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক শক্তিরও বড় উৎস। বিশেষ করে এশিয়ায়, যেখানে চীন আঞ্চলিক আধিপত্য বিস্তার করছে, সেখানে রাফালের মাধ্যমে ফ্রান্সের সম্পর্ক দৃঢ় হয়েছে।

ফরাসি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের দাবি অনুযায়ী তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল ছিল। যদিও ভারত এখনো সঠিক ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি।
তবে ফরাসি বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলাঞ্জার বলেছেন, প্রমাণ অনুযায়ী ভারত মাত্র তিনটি যুদ্ধবিমান হারিয়েছে—একটি রাফাল, একটি রুশ মেইড সুখোই, এবং একটি পুরনো মিরাজ ২০০০।

ফরাসি গোয়েন্দা তথ্য বলছে, পাকিস্তানের এই দাবি থেকেই বিভিন্ন দেশ রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আর সেই সুযোগেই চীনা কর্মকর্তারা গোপনে বিভিন্ন সম্ভাব্য গ্রাহক দেশকে রাফাল না কেনার জন্য চাপ সৃষ্টি করে।

তবে এখনো ফ্রান্স সরাসরি এই অপপ্রচারের সাথে চীনের সরকারকে জড়াতে পারেনি।
অন্যদিকে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, “এই অভিযোগ ভিত্তিহীন এবং অপপ্রচার। চীন সব সময় দায়িত্বশীল ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে।”

আবির

×