ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এনসিপি’র মাসব্যাপী কর্মসূচী শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে

শাকিল আহমেদ, রংপুর

প্রকাশিত: ২১:৩০, ৩০ জুন ২০২৫; আপডেট: ২১:৩১, ৩০ জুন ২০২৫

এনসিপি’র মাসব্যাপী কর্মসূচী শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে

"জুলাই গণ-অভ্যুত্থান" এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত। আর এই মাসব্যাপী পদযাত্রার সূচনা হবে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।

সোমবার (৩০ জুন) দুপুরে রংপুর নগরীর গুপ্তপাড়া রোডস্থ রেইনবো ট্রান্সপোর্ট ভবনের তৃতীয় তলায় জেলা এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রংপুর মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা।

সাদিয়া ফারজানা দিনা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ। মাসব্যাপী এই পদযাত্রার সূচনা হবে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে দলটি। পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে দিনা জানান, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে জনগণের সঙ্গে সরাসরি সংলাপে যাওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৩ জুলাই জাতীয় শহীদ মিনারে "জুলাই ঘোষণাপত্র" ঘোষণা করবে এনসিপি। সেখানে আহত ও শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হবে। এ ছাড়া ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’।

জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব জানান, সকাল ৯টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে পদযাত্রা। পরে আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে।

দিবসের শেষে ডিসি মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে দিনব্যাপী কার্যক্রম শেষ হবে। রাতে খাবার শেষে কাউনিয়ায় জনসংযোগ ও পথসভায় অংশ নেবে দলটি। পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

রিফাত

×