ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মার্কিন বোমা হামলার পর উত্তপ্ত বিশ্ব, ইরানের পাশে দৃঢ় অবস্থানে পাকিস্তান

প্রকাশিত: ২৩:১০, ২২ জুন ২০২৫; আপডেট: ২৩:১২, ২২ জুন ২০২৫

মার্কিন বোমা হামলার পর উত্তপ্ত বিশ্ব, ইরানের পাশে দৃঢ় অবস্থানে পাকিস্তান

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর যখন গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ, তখন মুসলিম বিশ্বের উচ্চতম কণ্ঠ হয়ে ওঠেছে পাকিস্তান। তুরস্কে অনুষ্ঠিত ওআইসি’র ৫১তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের বিশেষ অধিবেশনে স্পষ্ট জানানো হয়, ইরানের পাশে আছে ইসলামাবাদ।

রোববার ভোরে ইরানের তিনটি কৌশলগত পরমাণু স্থাপনায় সমন্বিতভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিস্ফোরণের তাণ্ডবে কেঁপে ওঠে তেহরান। আর সেই প্রতিধ্বনি আছড়ে পড়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে।

সম্মেলনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, "ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা শুধু একক কোনো দেশের ওপর নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার ওপর হুমকি স্বরূপ।" তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈতনীতির কড়া সমালোচনা করেন এবং ইসরায়েলের আগ্রাসনের জন্য দায়বদ্ধতা দাবি করেন।

তিনি আরও বলেন, “জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আত্মরক্ষার অধিকার আছে ইরানের। পাকিস্তান এই অধিকারকে পূর্ণ সমর্থন করে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ জুন পাকিস্তানের সেনাপ্রধানকে বার্তা পাঠিয়ে আহ্বান জানিয়েছিলেন, ইরানকে পূর্ণ সমর্থন না দিতে। এরপর ইসলামাবাদে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনয়নের ঘোষণাও আসে। কিন্তু সেই নাটকীয়তার মধ্যেই, ২০ জুন আঙ্কারায় অনুষ্ঠিত আরব দেশগুলোর জরুরি বৈঠকে পাকিস্তান ঘোষণা দেয়, “যেকোনো পরিস্থিতিতে আমরা ইরানের পাশে থাকব।”

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এবার শুধু প্রতিবেশী বা কূটনৈতিক অংশীদার হিসেবে নয়, মুসলিম বিশ্বের নেতৃত্বের ছায়াতলে দাঁড়িয়ে নতুন করে বৈশ্বিক ভূরাজনীতিতে নিজ অবস্থান পরিষ্কার করেছে।

তারা এটিও মনে করছেন, ট্রাম্পের কৌশল ছিল দক্ষিণ এশিয়ায় ভারসাম্য নষ্ট করে ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করা। তবে ইসলামাবাদ এবার কৌশলগতভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে।

মিমিয়া

×