
ছবি আলজাজিরা
গাজার জন্য মার্কিন-ইসরায়েলি সহায়তা পরিকল্পনার কঠোর সমালোচনা করল রাশিয়াও। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেন, রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বদলে ইসরায়েল একটি নতুন সহায়তা বণ্টন ব্যবস্থার ঘোষণা দিয়েছে। অথচ এই প্রস্তাব জাতিসংঘ সচিবালয় বা মাঠপর্যায়ে কাজ করা মানবিক সংস্থাগুলোর কেউই সমর্থন করেনি।
তিনি আরও বলেন, এই উদ্যোগ চালিয়ে ইসরায়েল জাতিসংঘ সংস্থাগুলোকেই যেন নিজেদের সামরিক অভিযানে জড়িয়ে ফেলতে চাইছে, যার ফলে জাতিসংঘের মানবিক তৎপরতার নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা হুমকির মুখে পড়ছে।
রাশিয়ার মতে, এই পরিস্থিতিতে যদি ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়িত হয়—দুই মিলিয়ন ফিলিস্তিনিকে কার্যকরভাবে সহায়তা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে, যাদেরকে রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের বন্দি করে রাখা হয়েছে।
এসএফ