ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

প্রকাশিত: ১৪:৪৮, ২৯ এপ্রিল ২০২৫

লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

ছবি: সংগৃহীত।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর নতুন এক ঢল বাংলাদেশ সীমান্তে আশ্রয় চাইছে। ইতোমধ্যে নতুন করে আসা প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার আশ্রয়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সোমবার (২৮ এপ্রিল) এ অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রেফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, “গত সপ্তাহে ইউএনএইচসিআর আমাদের একটি চিঠি দিয়েছে। সেখানে রাখাইন থেকে উচ্ছেদ হয়ে আসা নতুন রোহিঙ্গাদের বাংলাদেশে মানবিক আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।”

তিনি জানান, এসব রোহিঙ্গাদের অনেকেই কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোর পাশে খোলা জায়গায়, স্কুলে কিংবা মসজিদে অস্থায়ীভাবে বসবাস করছেন।

রাখাইন রাজ্যে সেনা জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের জেরে এ নতুন রোহিঙ্গা ঢল দেখা দিয়েছে। সংঘর্ষে জান্তা সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লেও সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ থামছে না। নাফ নদী ছাড়াও পাহাড়ি পথ ব্যবহার করে প্রতিদিন নতুন রোহিঙ্গা প্রবেশ করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত রয়েছে। নানা আন্তর্জাতিক তৎপরতা সত্ত্বেও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। নিরাপত্তা ও অর্থনৈতিক চাপের মধ্যে নতুন রোহিঙ্গা প্রবেশ দেশের জন্য আরও সংকট তৈরি করতে পারে, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা।

এদিকে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ (জেআরপি) এর আওতায় আন্তর্জাতিক সহায়তা থাকলেও প্রতিশ্রুত বরাদ্দ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

নুসরাত

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার