ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

৮০ বছরে ১৬৫৮ বই পাঠ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ২২ মার্চ ২০২৩

৮০ বছরে ১৬৫৮ বই পাঠ

এখনো অনেকে আছেন যাদের বই পড়ার ইচ্ছা অনুপ্রেরণা জোগায়

এখনো অনেকে আছেন যাদের বই পড়ার ইচ্ছা অনুপ্রেরণা জোগায়। সে রকমই একটি নথি টুইটারে শেয়ার করেছেন বেন মেয়ার্স নামে এক ব্যক্তি। তিনি শেয়ার করেছেন, কীভাবে তার দাদি গত ৮০ বছর ধরে যে কটি বই পড়েছেন তার প্রত্যেকটির হিসাব রেখেছেন। বেন অস্ট্রেলিয়ার আলফাক্রুসিস ইউনিভার্সিটি কলেজের স্নাতক গবেষণা স্কুলের ডিরেক্টর। ৯৪ বছরের দাদি ১৪ বছর বয়স থেকে যা যা বই পড়েছেন তার সব কয়টির নাম লেখা রয়েছে।  ৮০ বছরে মোট ১,৬৫৮টি বই পড়েছেন। অর্থাৎ ১৫ দিনে গড়ে একটি করে বই পড়ে সম্পূর্ণ করেছেন বৃদ্ধা। -এবিসি