
ছবি: প্রতীকী
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ১০টি এসির আউটডোর ইউনিট চুরি হয়েছে। এ ঘটনায় রবিবার হাসপাতালের আরএমও ডা. খালিদ হাসান নয়ন তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে চুরির সুনির্দিষ্ট তারিখ জিডিতে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ৩তলার ছাদে স্থাপিত ১৩টি এসির মধ্যে ১০টির আউটডোর ইউনিট চুরি হয়েছে। শনিবার বিকেলে ঘটনাটি প্রথম জানাজানি হয়। চুরির অভিযোগে বেলাল নামের এক যুবককে হাসপাতালে এনে মারধর করা হয় বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হাসপাতাল থেকে উদ্ধার করেন।
তালা থানার ওসি চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করার বিষয়টি স্বীকার করে রবিবার বিকেলে জনকণ্ঠকে বলেন, "এ বিষয়ে আমার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।"
এ বিষয়ে জানতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. রাজীব সরদার-এর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শহীদ