
ছবিঃ সংগৃহীত
১৪ বছর পর দেশে ফিরেছেন হানিফ পরিবহনের মালিক হানিফ। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আসামী হয়ে দীর্ঘদিন ধরে ফেরারি জীবন কাটাচ্ছিলেন তিনি। পরিবহন খাতে একচেটিয়া আধিপত্য ও দখল নিয়ে নানা অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
গত ৫ আগস্টের পর দেশে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশে ফিরেছেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হন হানিফ এন্টারপ্রাইজের ৩৫টি বাস, শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী।
এর আগে, হানিফের অবস্থান নিয়ে বেশ কিছু ধোঁয়াশা ছিল। তবে তার বর্তমান অবস্থান ছিল কলকাতা নাকি লন্ডন—এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।পরে তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন।
হাসিনার দুঃশাসন ও রাজনৈতিক কারণে ১৪ বছর পর দেশে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন হানিফ।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1EwXaKerrd/
মারিয়া