
ছবি: জনকণ্ঠ
উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া বিভাগের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল গতকাল বিকাল পাঁচটায় দেবহাটা উপজেলার সখিপুর আলিম মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সহকারী প্রধান উপদেষ্টা মুহাম্মদ শামসুল আরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সেক্রেটারি সুলাইমান হোসেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, আইভিডব্লিউএফ-এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নান, এনজিও ও সহ-প্রচার উপদেষ্টা রফিকুল ইসলাম মোল্লা, সাহিত্য, মিডিয়া ও প্রচার উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট প্রফেসর রাজু আহমেদ, এবং হেফজখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফেজ নাজমুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শহীদ