
ছবি: প্রতীকী
রবিবার (১১ মে) আন্তর্জাতিক মা দিবস। বিশ্বব্যাপী এই দিনে মাকে স্মরণ করে আয়োজন চলে স্কুল, কলেজ, অফিস এমনকি প্রশাসনিক দপ্তরেও। কিন্তু ফরিদপুরের বোয়ালমারীতে চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী আন্তর্জাতিক মা দিবস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন! বিকেলে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি, তাই মা দিবস পালন করিনি। আপনি জানালেন ভালোই করলেন, দেখি কিছু করা যায় কিনা।"
অথচ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দিবসটি উদযাপন সংক্রান্ত নির্দেশনা আগেই জারি করা হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই সুশীল সমাজ, সচেতন নাগরিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রশ্নের ঝড়—“মা দিবস পালন না করাটা কি অবহেলা, নাকি দায়িত্বে শৈথিল্য?”
মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে মা দিবস পালিত হয়, যা প্রায় ১০০টির বেশি দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদযাপিত হয়ে থাকে। অথচ, এই জাতীয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসে একজন সরকারি কর্মকর্তার এমন উদাসীনতা প্রশাসনিক দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলছে।
জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, "আমাদের কাছেও নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে অবশ্যই পালন করতাম।"
শহীদ