ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যুবদলের সেমিনার ও সমাবেশ উপলক্ষ্যে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাহমিন হক ববী, নীলফামারী

প্রকাশিত: ২০:১৪, ১১ মে ২০২৫

যুবদলের সেমিনার ও সমাবেশ উপলক্ষ্যে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকন্ঠ

দেশের উত্তরাঞ্চলের বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয়তাবাদী যুবদলের সেমিনার ও সমাবেশ। ওই সেমিনার ও সমাবেশে রংপুর ও রাজশাহী অঞ্চলের ১৬ জেলার যুবদলের নেতাকর্মীরা অংশ নিতে যাচ্ছেন। এ উপলক্ষ্যে নীলফামারী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ মে) বিকেলে শহরের আশা কমিউনিটি সেন্টারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সূত্র মতে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা করা এবং নাগরিক সমস্যার টেকসই সমাধানে তরুণদের চিন্তা, অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ২৩ ও ২৪ মে এই সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষ্যে নীলফামারী জেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। 

সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা সঞ্চালনায় ও নীলফামারী জেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ বক্তৃতা দেন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের অধিকতর সক্রিয় ও সচেতন ভূমিকা পালন করা জরুরি। তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র সুসংহত হবে না। কৃষি উন্নয়ন, পরিবেশ রাজনৈতিক এবং নাগরিক সমস্যার টেকসই সমাধানে তরুণদের চিন্তা, অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ২৩ ও ২৪ মে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’

এসময় জেলা যুবদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের সদস্য সচিব আবু সাইদ বাবু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, লুৎফর সর্দার, মীর সাঈদ, যুবদলের ডোমার শাখার আহবায়ক ইফতেখার আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, জলঢাকা শাখার আহবায়ক হারুন জোয়াদ্দার, সদস্য সচিব শাহীনুর হক বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মিরাজ খান

×