ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২০:০১, ১১ মে ২০২৫

নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা দুইটার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম জাকারিয়া। সে নল্লাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। 
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, জাকারিয়ার বাবা-মা রোববার দুপুরে বাড়ির সামনে ধান শুকাচ্ছিলেন। আর জাকারিয়া সেখানে খেলাধুলা করছিল। মা-বাবার অলক্ষ্যে শিশুটি (জাকারিয়া) হঠাৎ বাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়ে যায়। টের পাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগের দিন পাশ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামেও পুকুরের পানিতে ডুবে কারিমা আক্তার নামে ১৫ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। 

 

রাজু

×