ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুরি হওয়া মূর্তির সন্ধান

বিবিসি

প্রকাশিত: ২১:১২, ১০ আগস্ট ২০২২

চুরি হওয়া মূর্তির সন্ধান

চুরি হওয়া মূর্তির সন্ধান

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর একটি মন্দির থেকে ১৯৭১ সালে চুরি যাওয়া একটি দেবী মূর্তির খোঁজ মিলেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেপুলিশ জানায়, নিউইয়র্কের বোনহ্যামস অকশন হাউসে ১২শশতকে নির্মিত হিন্দু দেবী পার্বতীর ওই মূর্তিটির সন্ধান মেলেব্যক্তি মালিকানাধীন বোনহ্যামস অকশন হাউস একটি আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে

৯০০ বছরের বেশি আগে তৈরি ওই মূর্তিটি ২০০৮ সালে অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি ৫১ লাখ মার্কিন ডলারে কিনেছিলনিউইয়র্কে দেবী পার্বতীর যে মূর্তি পাওয়া গেছে, সেটি চুরি হওয়ার প্রথম অভিযোগ করা হয় ১৯৭১ সালে নাদানাপুরেশ্বরের শিব মন্দির থেকে-বিবিসি

×