ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াফত করছে আমিরাত!

প্রকাশিত: ০৪:০২, ৬ জানুয়ারি ২০১৭

দাউদ ইব্রাহিমের  সম্পত্তি বাজেয়াফত করছে আমিরাত!

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সে দেশে থাকা আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পদ বাজেয়াফত করার পদক্ষেপ নিতে পারে বলে অসমর্থিত সূত্রে এ খবর জানা গেছে। ১৯৯৩ সালে মুম্বাই হামলার মূলহোতার এই সম্পত্তির পরিমাণ ১৫ হাজার কোটি রুপী। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী দলগুলোর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, তারা এ ধরনের কোন খবর সম্পর্কে জানে না। ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক মজবুত করতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইউএই এমন বড় পদক্ষেপ নিতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর থেকেই ভারত ছাড়ে এই ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’। ভারত থেকে পালিয়ে দুবাই গিয়ে নিজের ব্যবসা শুরু করে দাউদ। সেখানেই ফুলে-ফেপে উঠেছে এই মাফিয়া ডনের সম্পত্তি। দুবাইয়ে বসেই মুম্বাইয়ে শাসন চালাতেন তিনি। বর্তমানে দাউদ পাকিস্তানেই আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হয়। সূত্রের খবর, ২০১৫ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সঙ্গে নিয়ে দুবাই সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
×