অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের সীমান্তবর্তী একটি এলাকায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত গোলায় এক শিশুসহ তিন বেসামরিক লোক নিহত হয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি গোলা জাজান অঞ্চলে পড়েছে।
সংস্থার মুখপাত্র মেজর ইয়াহিয়া আব্দুল্লাহ্ আল-কাহতানি বলেন, ‘এই ঘটনায় এক শিশুসহ তিন জন নিহত ও অপর নয় জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ গত বছরের শেষ দিক থেকে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে রকেট হামলা চালিয়ে আসছে।
এছাড়াও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। মার্চ মাস থেকে ওই অঞ্চলটিতে গোলার আঘাতে প্রায় ৯০ বেসামরিক লোক ও সৈন্য নিহত হয়েছে। ওই মাস থেকেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আকাশ ও স্থল অভিযান শুরু করে।
সৌদি জোট ইয়েমেনের বিদ্রোহী ও তাদের মিত্রদের বিরুদ্ধে স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে।
বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে অঞ্চল দখল করে নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে মার্চ মাস থেকে এখন পর্যন্ত এই সংঘর্ষে ৫ হাজার ৮০০ লোক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেকই বেসামরিক লোক।