
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নাকচ করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান মস্কোকে সন্তুষ্ট করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সপ্তাহে শান্তি চুক্তির আশার বিষয়ে কোনো মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। প্রায় তিন বছর পর যুদ্ধবিরতির সুযোগে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিলেন তিনি। খবর আরটির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের জন্য আলোচনায় বসতে রাজি কিয়েভ। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো শুধু ইউক্রেন নয় যুক্তরাষ্ট্রের সঙ্গেও শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছে। শান্তি স্থাপনকারী হিসেবে স্মরণীয় হতে চাওয়া ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইউক্রেনের তিন বছরের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে চান। এই সংঘাতকে তার প্রশাসন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ছায়াযুদ্ধ হিসেবে বর্ণনা করে আসছে। যুক্তরাষ্ট্রের দূত জেনারেল কেইথ কেলগ রবিবার বলেছেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ এখন বিবেচনায় নেই।
ট্রাম্প বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্রের এই সমর্থনই যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা ওয়াশিংটনের বিভিন্ন পর্যায় থেকে শুনেছি যে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এটি অবশ্যই আমাদের জন্য সন্তুষ্টির বিষয় এবং আমাদের অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।