
ইস্ট লিংক
আজব হলেও সত্যি পৃথিবীতে এমন একটি হোটেল আছে যেখানে হাজার চেষ্টা করার পরও একটি রুম পাওয়া যাবে না। সেখানে থাকার জন্য যত টাকাই অফার করা হোক না কেন। কোনো লাভ হবে না। যা শুধু দেখার জন্যই তৈরি করা হয়েছে। অদ্ভুত এ হোটেলটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছে। যার নাম ইস্ট লিংক। এটি আকারেও বেশ বড়। এ হোটেলের ঘরসহ অন্দরসজ্জাও বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। ইস্ট লিংক নামে এ হোটেলটি ডিজাইন করেছিলেন ক্যালাম মরটন। -এবিসি