ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঘুমানোর আগে রিলস দেখা কতটা ক্ষতিকর? গবেষণায় মিলল যে ভয়ঙ্কর তথ্য

প্রকাশিত: ০২:১২, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:১৬, ২৯ এপ্রিল ২০২৫

ঘুমানোর আগে রিলস দেখা কতটা ক্ষতিকর? গবেষণায় মিলল যে ভয়ঙ্কর তথ্য

ছবিঃ সংগৃহীত

রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে অনেকেই কিছু সময়ের জন্য স্ক্রিনে চোখ রাখেন। কিন্তু কখন যে এভাবে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তা খেয়ালই থাকে না অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এখন ছোট ছোট ভিডিও বা রিলস দেখা যায়। এসব রিলস দেখতে দেখতে অজান্তেই কেটে যায় অনেকটা সময়। রিলস কেবল তরুণদের নয়, সব বয়সীদের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখা অনেকের নিত্যদিনের রুটিনের অংশ হয়ে গেছে।

বেশ কিছুদিন ধরেই মানসিক স্বাস্থ্যের ওপর রিলসের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে। তবে গবেষণা বলছে, ঘুমানোর আগে টানা রিলস দেখা শুধু মানসিক স্বাস্থ্যের নয়, শারীরিক স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলছে।

সম্প্রতি চীনের হেভি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিভিন্ন বয়সের ৪,৩১৮ জনের ওপর একটি গবেষণা পরিচালনা করেন। গবেষণার উদ্দেশ্য ছিল—ঘুমাতে যাওয়ার আগে রিলস দেখার সঙ্গে উচ্চ রক্তচাপের (হাইপারটেনশন) কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করা। গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমানোর আগে টানা রিলস দেখার ফলে হাইপারটেনশনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি।

ঘুমাতে যাওয়ার আগে রিলস দেখার আরেকটি ভয়াবহ পরিণতি হলো—দীর্ঘ সময় একইভাবে থাকার কারণে শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়। নড়াচড়ার সুযোগ না থাকায় রক্ত প্রবাহ স্থিমিত হয়ে পড়ে, যা আরও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

হেভি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরামর্শ দিয়েছেন, রিলস দেখলেও সেটিতে আসক্ত হওয়া যাবে না। ঘুমাতে যাওয়ার আগে স্ক্রিন টাইম নির্দিষ্ট করে নেওয়া উচিত। প্রয়োজনে মোবাইল ফোন দূরে রেখে ঘুমাতে যাওয়া উচিত। এতে ঘুম যেমন গভীর হবে, শরীরও ভালো বিশ্রাম পাবে।

সূত্রঃ https://youtu.be/1aAWGhBYWzo?si=97HFp4JKuSrrdZPQ

ইমরান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার