ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর 

প্রকাশিত: ১৯:০৩, ২৯ আগস্ট ২০২২

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং ইকিউএমএস কনসালটিং লিমিটেড ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। 

তিনি বলেন, শব্দ দূষণ একটি নীরব ঘাতক। তাই বর্তমান প্রেক্ষাপটে শব্দ দূষণ নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। উন্নত দেশে শব্দ দূষণ নেই। আমরাও যেহেতু উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি, সেহেতু আমাদেরকেও শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য তিনি যানবাহন মালিক-চালক, মাইক প্রচারকসহ সংশ্লিষ্টদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) দিলরুবা আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জেলা বাস-কোচ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল আনোয়ার বিপু, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহমেদ, সিএনজিচালিত অটোরিক্সা চালক-শ্রমিক
ইউনিয়নের সভাপতি সজিবুর রহমান সুজন, শিক্ষার্থী মাসহিয়া বিনতে মজিদ প্রমুখ। 

শুরুতেই শব্দ দূষণ বিষয়ে মূল বক্তব্য রাখেন পরিবেশ পরামর্শক মাসুম রেজা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আল মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

×