ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ব্যান্ড ওয়ারফেজের ‘মা’

​​​​​​​ সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ১৭ মার্চ ২০২৩

ব্যান্ড ওয়ারফেজের ‘মা’

.

দীর্ঘদিন পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ডওয়ারফেজ স্বাধীনতার মাসেই প্রকাশ পাবে গানটি। এর শিরোনামমা গানটির গীতিকার নয়ীম গহর। কণ্ঠ সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন পরিবেশনায় ওয়ারফেজ।

গানটি প্রকাশ করবে লয় রেকর্ডস। ওয়ারফেজের দলনেতা ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা গতবছর বলেছিলাম ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি। গানটি রিলিজ করার কথা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস, তাই মার্চ মাসেই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি। টিপু জানান, ‘মা গানটি অফিসিয়ালি ২২ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারফেজ টিভিতে প্রকাশ হবে গানটি।

×